সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের ওসমানীনগরে মুসলীম চ্যারেটি উদ্যোগে সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চসমা,ঔষধ বিতরন ও ছানী অপারেশন এ-র আয়োজন করা হয়েছে। রবিবার ৯ /০১/২০২২ ওসমানী নগর উপজেলা উমরপুর ইউনিয়ন এ-র লামা ইসবপুর ও বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি বদরুল ইসলামের ও কদরুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা ও চসমা,ঔষধ বিতরন ও ছানী অপারেশন আয়োজন করা হয়। রবিবার সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত আসহায় দারিদ্র্য দুর্দশাগ্রস্ত মানুষের মধ্যে মোট ৩২৫, ব্যাবস্তা করা হয়।এর মধ্য ১১৫ জনকে চশমা বিতরণ, মুসলিম চ্যারেটি অর্থায়নে ৩৫ চক্ষু রোগীদের চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এ-র জন্য উপজেলা ভার্ড চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।ওইসব রোগীদের সোমবার থেকে ভার্ড চক্ষু হাসপাতালের তত্বাবধানে পর্যায়ক্রমে অপারেশন করা হবে। মুসলীম চ্যারেটি ফাওউন্ডার বদরুল ইসলাম বলেন, মুলত দারিদ্র অসহায় নিম্ম আয়ের মানুষের সেবার উদ্দেশ্যই এই ক্যাম্পের আয়োজন করেছি। সেচ্চাসেবী সংগঠনের মাধ্যমে তাদের সেবা করি এবং সেবা করতে চাই।