সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ইমরুল কায়েস। তাঁর ব্যাটে মাহমুদুল্লাহ-মার্শাল আইয়ূবদের নর্থ জোনকে ৪ উইকেটে হারিয়েছে তামিম ইকবাল ও ইমরুল কায়েস-এর ইস্ট জোন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিলেটে অনুষ্ঠিত বিসিএলের ষষ্ঠ ম্যাচে ২১৬ রানে অলআউট হন মাহমুদুল্লাহরা। ব্যাট হাতে টাইগার টি-২০ কাপ্তান খেলেন ৮৭ বলে ৬৬ রানের ইনিংস। চারটি চার মারেন তিনি। এছাড়া মার্শাল আইয়ূব করেন ৫৪ রান।
জবাবে শুরুতে উইকেট হারালেও তামিম ইকবাল ও তিনে নামা ইমরুল কায়েস ভালো একটি জুটি গড়েন। তামিম-এর ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৫ রান। ইমরুল কায়ের ৮ চারে ৭১ রানের ইনিংস খেলেন। টানা দুই ম্যাচে সেরার পুরস্কার জেতেন।
দিনের অন্য ম্যাচে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তৌহিদ হৃদয় ৬৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। সেন্ট্রাল জোন শুরুতে ব্যাট করে ২২০ রান তোলে। তাঁদের লড়াই করার রান এনে দেন শেষ দিকে আবু হায়দার রনি ২৭ বলে ৫৪ রান করে। এছাড়া আব্দুল মজিদ ৪৬ ও মোসাদ্দেক হোসেন ৪৪ রান করেন।
জাবাবে সাউথ জোন ৮ বল হাতে থাকতে জয় তুলে নেয়। তৌহিদ ছাড়াও দলের হয়ে ভালো খেলেন তরুণ ওপেনার পিনাক ঘোষ। তিনি ৫৪ রানের ইনিংস খেলেন। এছাড়া জাকির হোসেন ৪০ রানের ভালো ইনিংস খেলেন। পাঁচ উইকেটে জয় পায় সাউথ জোন।