মীর আমান মিয়া লুমান, ছাতক প্রতিনিধি:ছাতকে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেভ সিলেটের প্রতিষ্ঠান সেভ ছাতক। ১৬ জানুয়ারি রাতে প্রচন্ড ঠান্ডায় কাতর শহরের সুবিধাবঞ্চিত, ছিন্নমুল অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রচন্ড ঠান্ডায় রাতের আধাঁরে সেভ ছাতক কম্বল নিয়ে হাজির হয়েছে পৌর শহরের রাস্তা-ঘাট, নদীর পাড়, স্টেশনে থাকা অসহায় মানুষের পাশে। তারা ছাতক বাজারসহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে-ঘুরে ছড়িয়ে -ছিটিয়ে থাকা অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন, শাওন আহমেদ, সেভ ছাতকের দায়িত্বশীল জুবায়েদ আহমেদ ও সংগঠনের সাইদুর রহমান সাঈদ, সকুল রেজা, মাজহারুল আহমেদ সজিব, পিংকু দাস প্রমুখ।