স্টাফ রিপোর্টার:সিলেট মহানগরীর আখালিয়া সুরমা গেইট সংলগ্ন সেবা ফার্মেসিতে হামলা চালিয়ে মালিককে মারধর, দোকান ভাংচুর ও পিস্তল ধরে ক্যাশবাক্স থেকে সোয়া লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় আক্রান্ত শাহ আলম আকন্দ রোববার (১৬ জানুয়ারি) কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন (নং ৪৭/১৬/০১/২২)।
শাহ আলম আকন্দ ২৩নং সুরমা আবাসিক এলাকার আব্দুল করিম আকন্দর ছেলে। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া থানার কমলাশ্রম গ্রামের স্থায়ী বাসিন্দা।
মামলার আসামীরা হলেন পিচ্ছি মুন্না, অর্ঘ, রাসেল, ফাহিমসহ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামীরা চাঁদাবাজ ও উশৃংখল প্রকৃতির লোক। তারা সংঘবদ্ধভাবে প্রায় সময় সেবা ফার্মেসির সামনে ঘোরাফেরা করতো।
বৃহস্পতিবার হঠাৎ ফার্মেসীর কাউন্টার ভেঙ্গে ভেতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দিয়ে বাদীকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় পিচ্ছি মুন্না বাদীর কপালে পিস্তল ধরে টাকা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।
এক পর্যায়ে আসামী অর্ঘ, রাসেল, ফাহিম বাদীকে বেধড়ক মারপিট করে ক্যাশ বাক্স থেকে ব্যবসার ১লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাছাড়া আসামীরা দোকানের ভেতরে তান্ডব চালিয়ে ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে।
তারা বাদী শাহ আলম আকন্দকে মারপিট করতে করতে দোকানের বাইরে টেনে হেঁচড়ে নিয়ে যায়। তখন আসামী ও তাদের অন্যান্য সহযোগীরা শাহ আলম আকন্দকে রাস্তায় ফেলে নির্যাতন করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ৯৯৯- এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আশপাশের লোকজন এগিয়ে এসে শাহ আলম আকন্দকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।