সুনামগঞ্জ প্রতিনিধি::জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এবং সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান সেন্টু”র আশু রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও নেক হায়াত কামনায় সুনামগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আসরবাদ নতুন কোর্ট মসজিদে সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আসাদুজ্জামান সেন্টু”র আশু রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও নেক হায়াত কামনায় মোনাজাত করেন নতুন কোর্ট জামে মসজিদের ইমাম ও মাওলানা ইলিয়াস উদ্দিন এবং উপস্থিত ছিলেন মাওলানা শহিদুর রহমান।
এ আরো সময় উপস্থিত ছিলেন, সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ কে মিলন আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুষার আহমেদ টিপু, সহ সভাপতি এড. আবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ।