সিলেটপোস্ট ডেস্ক::অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট এর উদ্যেগে গরীব ও অসহাদের মাঝে ১৫০ পরিবারের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে।
আজ ২১ জানুয়ারি রোজ শুক্রবার বিকাল তিন টায় বিশ্বনাথ উপজেলার ৭ নং দেওকলস ইউনিয়নে এ বিতরনী অনুষ্টান সম্পুর্ন হয়েছে।
গরীব দুঃখী মহিলা-পুরুষদের মাঝে ৫কেজি করে চাউল বিতরণ করা হয়।
এসময় চাউল বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা হয়।
আলোচনা সভায় সৈয়দ মোহাদ্দিছ এর পরিচালনায় ও আহবায়ক শেখ মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংঘঠনের সিনিয়র সদস্য মোঃ লুৎফুর রহমান শিকদার, সদস্য মোঃ শামীম মিয়া,৭ নং দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খায়রুল আমীন আজাদ, মহিলা ইউপি সদস্য হামিদা বেগম,মোঃ আনছার মিয়া, মোঃ জাকারিয়া শিকদার, মোঃ জুনেদ মিয়া প্রমুখ।
সমাপনী বক্তব্যকালে অনুসন্ধান কল্যান সোসাইটি সিলেট এর আহবায়ক শেখ মোঃ লুৎফুর রহমান বলেন,
এই মহামারী করোনাকালীন সময়ে অসহায় একটি মানুষ যাতে না খেয়ে থাকে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।এর পাশাপাশি আশে পাশে যাদের আর্থিক দিকে সচ্ছল তাদের প্রতি অনুরোধ করে্ বলেন,আপনাদের একটু সহযোগিতায় দুঃখি মানুষের মুখে হাসি ফুঁটে উঠুক এই আহবান জানাই দেশ ও প্রবাসী সকল বাংলাদেশী ভাই-বোন-কে!
তিনি আরো বলেন অনুসন্ধান কল্যাণ সোসাইটি গত এক বছরে বিতরণী অনুষ্ঠানসহ ২০ টি অনুষ্ঠান করে এসেছে। আজ নতুন বছরে পা রেখেই প্রথম এই চাউল বিতরণীঅনুষ্ঠান দিয়ে শুরু করেছে ২০২২ সাল। বছরের বাকি দিন যেন আপনাদের পাশে এই দিনের মত থাকার সুযোগ করে দেন আল্লাহ তায়ালায় এই কামনা করি।