গোয়াইনঘাট প্রতিনিধি::সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়গোষা এলাকা থেকে তাঁকে আটক করেন।
আটক ব্যক্তি জালালাবাদ থানার সতেরো দক্ষিণপাড়া এলাকার সমশের আলীর ছেলে আব্দুছ সামাদ(৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার এসআই অনুজ কুমার দাশ ও এএসআই জামাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০টি ৫০০ টাকার জালনোটসহ সামাদকে আটক করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।