মীর আমান মিয়া লুমান, ছাতক প্রতিনিধি::ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯ জানুয়ারি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিলপার গ্রামে এ ঘটনাটি ঘটেছে । ঘটনার পর হামলাকারী যুবককে পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। ২০ জানুয়ারি সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বিলপার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সিএনজি অটো-রিকশা চালক আখতার হোসেনের সাথে একই গ্রামের মৃত মাফিজ আলীর ছেলে সিএনজি অটো-রিকশা চালক খালেদ আহমদের পূর্ব বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকাল ১০টার দিকে গ্রামের একটি দোকানের সামনে খালেদ ও আখতারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো ক্ষুরের আঘাতে আখতার হোসেন মারাত্বক কাটা জখম হয়। এসময় মধ্যস্থতা করতে গিয়ে আহত হন আখতারের চাচা ও গ্রামের আব্দুল মতলিবের ছেলে আব্দুল হক। তারা সিলেট এমএজি ওসমানী মোডিকেল কলেজ হাসপাতালে দু’জনকে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে আখতারের অবস্থায় আশঙ্কাজনক, তার পিটে প্রায় ৫৩টি সেলাই রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী খালেদ আহমদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দায়েরী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।