শেখ মোঃ লুৎফুর রহমান ::শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এর পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশনের পাশাপাশি অন্য অহিংস কর্মসূচিও পালন করছে আন্দোলনকারীরা। বিকেলে কাফনের কাপড় পরে মৌন মিছিল করে তারা। এদিকে সময় যতো গড়াচ্ছে অনশনে থাকা শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছে। অনশনকারীদের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ৯ জনকে অনশনস্থলে স্যালাইন দেওয়া চলছে। অবস্থার অবনতি হলেই এম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে। একের পর এক অনশনকারী অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন সহপাঠীরা। তবে এক দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেন, অনশনে সময় যতো গড়াবে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা করঋি । দীর্ঘ সনয় অভূক্ত থাকায় নানা শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করেছে অনশনকারীদের।
এদিকে বিকেলে আন্দোলনকারীরা ক্যাম্পাসের গোলচত্বর থেকে কাফনের কাপড় পরে, প্রতীকি মরদেহ নিয়ে মৌন মিছিল করে। মিছিলটি ক্যাম্পাস ঘুরে চেতনায় একাত্তরে গিয়ে শেষ হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেন ৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল।
রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মোমবাতি প্রজ্জ্বলন করে অনশনকারীদের সাথে সংহতি প্রকাশ করে। এছাড়া শিক্ষা মন্ত্রীর সাথে শিক্ষক প্রতিনিধি দলের ব্যাপারে প্রতিক্রিয়ায় এই মূহুর্তে আলোচনা হলেও তাতে রাজী বলে জানিয়েছেন।
এ ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
আন্দোলনকারী শিক্ষার্থী মুহাইমিনুল বাশার সিলেটপোস্ট-কে জানান,ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এর পদত্যাগের একদফা দাবিতে বুধবার থেকে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সাথে কথা বলতে দফায় দফায় শিক্ষক প্রতিনিধি দল ও রাজনৈতিক নেতৃবৃন্দ আসলেও কোনো আলোচনা হয় নি।