বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জ জেলা বিচার বিভাগে কর্মরত ২৮ জন বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত। গতকাল রোববার (২৩ জানুয়ারি) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এক বিজ্ঞপ্তি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
করোনায় আক্রান্ত বিচারকরা এজলাসে না আসায় আদালত প্রাঙ্গণে বেড়েছে বিচারপ্রার্থীদের উপছে পড়া ভিড়।
করোনা আক্রান্তদের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মোঃ আব্দুল হামিদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন ও মোঃ জাকির হোসাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক।
এ ব্যাপারে, হবিগঞ্জ আদালত পরিদর্শক মোঃ আনিসুর রহমান বলেন, ১০ জন বিচারক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানতে পারি।
এদিকে, বিচারকরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এজলাসে না আসায় রবিবার এজলাসের সামনে ঝুঁকিপূর্ণ ভিড় নিয়ে করোনা আক্রান্ত বিচারকদের মামলার কাজ চালাচ্ছেন অন্যান্য বিচারকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত আদালত প্রাঙ্গনে ৭শ থেকে ৮শ বিচারপ্রার্থীদের অধিকাংশরাই স্বাস্থ্যবিধি মানেন নি! বেশির ভাগ মানুষের মুখেই ছিল না মাস্ক। হবিগঞ্জে ১০ জন বিচারক করোনা আক্রান্তের খবরে জেলা জুড়ে করোনা আতংক বিরাজ করছে।