
নিহত ফিরুজ আলী উপজেলার এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মালেককের ছেলে।
স্থানীয়রা জানান,মঙ্গলবার রাতে ফিরুজ আলী মাঠিবাহী ট্রাক্টর চড়ে নিজ বাড়ী এরুয়াখাই যাচ্ছিলো। এ সময় রসরাই গ্রামের আশিদ মিয়ার দোকানের পূর্ব পাশে টার্নিং গ্রে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ট্রাক্টরটি উল্টে পুকুরের খাদে পরে যায়। এতে ট্রাক্টরটির শ্রমীক ফিরুজ ট্রাক্টরের চাপা পরে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে ফেরন করা হয়েছে। ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয় নাই।’
পঠিত : 94