সিলেটপোস্ট বিনোদন ডেস্ক::বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন আরও এক তারকা সন্তান। জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহরের হাত ধরে গ্ল্যামার দুনিয়ায় অভিষেক হচ্ছে অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর।
আজ (৩ মার্চ) ধর্মা প্রোডাকশনের অফিশিয়াল টুইটার পেজে কয়েকটি পোস্টার শেয়ার করে পরবর্তী ছবির নাম ঘোষণা করেছেন প্রযোজক করণ জোহর। করণের নতুন এই ছবির নাম ‘বেধাড়াক’। এই ছবির মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখছেন শানায়া কাপুর।
পোস্টার শেয়ার করেন করণ জোহর নিজেও।
‘বেধাড়াক’-এ শানায়ার পাশাপাশি অভিনয় করবেন লক্ষ্য এবং গুরফাতেহ পিরজাদার। পরিচালনার দায়িত্বে রয়েছেনন শশাঙ্ক খৈতান।
এদিকে, ‘দোস্তানা ২’ দিয়ে বলিউডে ডেবিউ করার কথা ছিল লক্ষ্যর। কিন্তু সেই ছবির কাজ আপাতত স্থগিত। ‘বেধাড়াক’-এ তার চরিত্রের নাম হবে করণ।