সিলেটপোস্ট ডেস্ক::আজ সন্ধ্যায় বাংলা একাডেমির অমর একুশের বইমেলায় বিশিষ্ট লেখক, কলামিস্ট, শিক্ষক মো.আব্দুল মালিক সম্পাদিত ও সময়ের সুর প্রকাশনী প্রকাশিত “মুজিববর্ষে দেশি–বিদেশি কবিদের কালজয়ী শত কবিতায় বঙ্গবন্ধু “বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। উক্ত মোড়ক উন্মোচন অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের সাবেক পরিচালক, জনসংযোগ বিশেষজ্ঞ, লেখক, গবেষক ড.নুহ–ই ইসলাম সেলু বাসিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা আহমেদ পারভেজ জীবন, কবি ও গবেষক নীপা চৌধুরী, গাঙচিল সভাপতি, কবি,অধ্যক্ষ খান আখতার হোসেন, বিঞ্জান কবিতা আন্দোলনের পথিকৃৎ,-বিঞ্জান কবি ও সাংবাদিক হাসনাইন সাজ্জাদী প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সকলের বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানা এবং সেভাবে জীবন পরিচালিত করা উচিৎ। বিশেষ করে রাজনীতিবিদদের তাঁর জীবন থেকে শিক্ষা নেয়া উচিত। তিনি আরো বলেন নতুন প্রজন্ম এই বইয়ের কবিতা পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবে। তিনি বইটি সকলের সংগ্রহে রাখার জন্য আহবান জানান ও বহুল প্রচার কামনা করেন।