সিলেটপোস্ট বিনোদন ডেস্ক::বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন সামান্থা-রুথ-প্রভু। পর্দায় তার অভিনয় প্রতিমুহূর্তে মুগ্ধ করে সকলকে। কয়েকমাস আগে ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবির আইটেম নম্বর ‘ও আন্তাভা’র তালে পর্দার নাচতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। পরবর্তীতে এই গানের মাধ্যমে তিনি রীতিমতো চর্চিত হয়েছিলেন গোটা বিশ্বের দরবারে। বলাই বাহুল্য, এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর রূপে মুগ্ধ বহু বিশ্ববাসী। তবে দেশের মাটিতে সামান্থা-রুথ-প্রভুর নাম উঠলেই হৃদস্পন্দন বেড়ে যায় অভিনেত্রীর বহু পুরুষ ভক্তদের। সম্প্রতি নিজের একটি ছবির সূত্র ধরেই পুনরায় মিডিয়াতে চর্চিত হয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর এই লুক বর্তমানে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। তার অগণিত ভক্তরা মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর লুকে। কমেন্টবক্সে অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।
কয়েকদিন আগেই নিজের বিবাহবিচ্ছেদের কারণে মিডিয়াতে বিপুল চর্চিত হয়েছিলেন অভিনেত্রী। সকলকে রীতিমতো চমকে দিয়ে নাগা চৈতন্য ও সামান্থা-রুথ-প্রভু নিজেদের বিবাহবিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ার পাতাতেই ঘোষণা করেছিলেন। তবে তাদের বিচ্ছেদের পিছনের কারণ সম্পর্কে কেউ এখনো পর্যন্ত মুখ খোলেননি। সম্ভবত সেই কারণ আড়ালে রাখতে চেয়েছেন তারা। তবে বিচ্ছেদ হয়ে গেলেও তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান থাকবে বলেই জানিয়েছিলেন এই দুই তারকা।