সিলেটপোস্ট ডেস্ক::একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের গৃহবধূ রুজিনা খাতুন (২৮)। বুধবার (৬ এপ্রিল) দুপুরে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি তিন পুত্র সন্তানের জন্ম দেন।
রুজিনা খাতুন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার স্ত্রী এবং তিনি নিজেও ভিডিপির সদস্য।
গোলাম মোস্তফা রাঙ্গা জানান, ২০১৩ সালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নাধীন মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ার ইয়াকুব আলী খন্দকারের মেয়ে রুজিনা খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। স্ত্রীর হরমনজনিত সমস্যার কারণে পাঁচ বছর পর্যন্ত গর্ভধারণ না হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হন। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বিয়ের পাঁচ বছর পর একটি পুত্র সন্তানের জন্ম দেন রুজিনা।
দ্বিতীয়বারের মত আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নিয়মিত কয়েকবার চেকআপ করে ২টি ছেলে সন্তানের কথা জানা গেলেও অন্যটির কথা সিজারের আগ পর্যন্ত জানা যায়নি। অবশেষে বুধবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন রুজিনা।
চিকিৎসক সোনালী রানী মুস্তফীর বলেন, বুধবার দুপুরে রুজিনার সিজার করেছি। হরমনজনিত কারণে প্রথম সন্তান হওয়ার আগেও আমি চিকিৎসা করেছি। দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার আগে এবং পরেও আমিই দেখতাম। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি। বুধবার দুপুরে সিজারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন রুজিনা। তবে সন্তানদের ওজন কম এবং দেড় মাস আগে সিজার করায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।