সিলেটপোস্ট ডেস্ক::বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। জানা গেছে, মুম্বাইতে পৈতৃক ভিটে (আর কে হাউস) যেখানে ঋষি কাপুর ও নিতু কাপুর বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেখানেই রণবীর-আলিয়া সাত পাকে ঘুরবেন। জমকালো এই বিয়ের আসর বসছে চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে।
রণবীর-আলিয়ার দুই পরিবারের সদস্যরাই তারকা। রণবীরের পক্ষ থেকে কারিনা, কারিশমার পাশাপাশি থাকছেন সাইফ আলি খান। এদিকে আলিয়ার পক্ষে বোন পূজা ভাট, সাহিন ভাট ও মা সোনি রাজদান তো থাকবেনই। এছাড়াও আর কারা কারা বিয়েতে উপস্থিত থাকতে পারেন সেটি ইতিমধ্যে ফাঁস হয়েছে।