সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের সুনামধন্য বিদ্যাপীঠ দি এউডেড হাই স্কুল ব্যাচ-১৬ কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ এপ্রিল শুক্রবার সিলেটের মিরাবাজারে অবস্থিত একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
১৬ ব্যাচের মেধাবী ছাত্র মহসিন ও সাকির নেতৃত্বে এবং মুসা ও চয়নের সহযোগীতায় অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
উক্ত মাহফিলে ব্যাচ-১৬ এর মোট ৩০ জন ছাত্র উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন,আবু সুফিয়ান নাঈম, মুজাম্মিল, মাহবুব, নাদিম, রনি, রাজীব, লায়েক, হৃদয়, তানজিদ, মাসুকুর, আলামিন, আরিফ, শান্ত, শামসুল, আদনান, মাহিন, তালহা, ইমেজ, শাহাব, পলাশ, মোদক, সানি, ইমন, ফাহমিদ, তন্ময় ও রোহান।
১৬ ব্যাচের শিক্ষার্থী প্রতিবারের ন্যায় এবারেও সবাইকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন উক্ত ব্যাচের শিক্ষার্থী আবু সুফিয়ান নাঈম।
অনেকেই অনেক ব্যাস্ততার কারনে মাহফিলে উপস্থিত হতে পারেন নাই। ইনশাআল্লাহ এরকম মিলন মেলার উদ্যোগ গ্রহন করা হবে।