সিলেটপোস্ট ডেস্ক::ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান-পাট পুড়ে যাওয়া নগরীর লালদীঘির হকার্স মার্কেট পরিদর্শন করেছেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (২ মে) সকালে যান তারা। এসময় সর্বস্ব হারানো ব্যবসায়ীদের সান্তনা দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এছাড়াও দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের সাহায্যের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যান, মহানগর ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মহানগর সেক্রেটারী নাজমুল হক, আলহামরা ব্যবসায়ী কমিটির সভাপতি সামসুল আলম, ওরিয়েনটেল মার্কেট কমিটির সভাপতি আব্দুল হাদি পাবেল, হাসান মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ আব্দুল করিম, সিরাজ পাবেল, ব্রহ্ময়ীবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আতিকুর রহমান, নয়াসড়ক ব্যবসায়ী কমিটি সাধারণ সম্পাদক হোসেন আহমদ, করিম উল্লাহ মার্কেট কমিটির সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, মিলিনিয়াম মার্কেট কমিটির সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, মধুবন মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মো. আলা মিয়া, সিটি সেন্টার মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তোহেল, হক সুপার মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মারুফ আহমদ সহ সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি