মোঃবিলাল উদ্দিন,কুয়েত প্রতিনিধি::বাংলাদেশ দূতাবাস, কুয়েতে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে দূতাবাসে গত ৮ মে ২০২২ তারিখে ‘রবীন্দ্র সন্ধ্যা’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুয়েত প্রবাসী কবিরা রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন এবং শিশু-কিশোররা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি বাংলা সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।