মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর::জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে গাড়ী সহ ভারতীয় প্রায় ৩৫ লক্ষ টাকার মূল্যের কসমেট্রিকের সমাগ্রী আটক করা হয়৷ ৯ মে সোমবার বিকাল সাড়ে ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় চৌকী বসিয়ে অভিযান পরিচালনা করে ৷ আলুবাগান হতে ছেড়ে আসা ট্রাক ঢাকা-মেট্রো-ট-২০-১৬৯৬ দাঁড় করে ৷ এসময় চতুর ট্রাক চালক অবস্থা বেগতিক দেখে দ্রুত গাড়ী রাস্তার উপর রেখে পালিয়ে যায় ৷ পুলিশ ট্রাকে বিশেষ কৌশলে পাথর বোঝাই করে আনা ট্রাকটি তল্লাসী চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্যান্ডের কসমেট্রিক্স সামগ্রী দেখতে পায় ৷ সাথে সাথে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে ৷ এদিকে উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে ট্রাক হতে আটককৃত কসমেট্রিক গুলো সিজারের মাধ্যমে থানা কোষাগারে সংরক্ষণ করা হচ্ছে ৷ এদিকে ভারতীয় কসমেট্রিক আটকের ঘটনায় এলাকাবাসী হরমুজ আলী, জামাল আহমদ, রুবেল আহমদ, আব্দুল করিম, রহিম উদ্দিন বলেন, প্রতিদিন সীমান্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর কিছু সংখ্যক সদস্যের মদদে উপজেলার নলজুরী, মোকামবাড়ী, আলুবাগান, শ্রীপুর, মোকামপুঞ্জি, আদর্শগ্রাম, মিনাটিনা, কাটালবাড়ী, কেন্দ্রী, ডিবিরহাওর, টিপরাখলা, আসামপাড়া, ফুলবাড়ী, ভিতরগোল, কমলাবাড়ী, হর্নি, বাইরাখেল, কালিঞ্জি, মাঝের বিল, লাল মিয়ার টিলা, অভিনাশের টিলা, জঙ্গীবিল আফিফা নগর, বালিদাড়া দিয়ে চোরাকারবারীরা বানের পানির মত ভারতীয় নাসির বিড়ি, হরলিক্স, কসমেট্রিক্স, মাদক, ইয়াবা বিভিন্ন ব্যান্ডের মদ, সামগ্রী, শাড়ী, সিগারেট ও গরু মহিষ চোরাইপথে নিয়ে আসছে ৷ জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ গাড়ী সহ ভারতীয় কসমেট্রিক আটকের কথা স্বীকার করে বলেন – গোপন সংবাদে ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে গাড়ী সহ ভারতীয় চোরাইমাল আটক করা হয়, অভিযান চলমান থাকবে, আমরাদের চেষ্টা একটি অপরাধ মুক্ত মডেল জৈন্তাপুর গড়া। তিনি আরো বলেন জনগনের সহযোগিতা একান্ত কাম্য।