সিলেটপোস্ট ডেস্ক::ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত অন্তত ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৩ মে) বিকেলে পৌনে ৫টার দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিনতলা বিল্ডিংয়ে এ আগুন লাগে।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিম দিল্লির ওই মেট্রো স্টেশনের কাছের ওই বাণিজ্যিক ভবনে আগুন লেগে যায়। দমকল দফতর জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া আরও ৪০ জন গুরুতর দ্বগ্ধ হয়েছেন। তাদেরকে সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আগুনে প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত প্রত্যেকের জন্য এক লাখ এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।