সিলেটপোস্ট ডেস্ক:: আন্তৰ্জাতিক নার্সেস দিবস সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিসেবার স্বপ্নদ্রষ্টা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন – নার্সিং একটি পেশা নয় সেবা।ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্ৰতি শ্ৰদ্ধা জানাবার সাথে বিশ্বের সকল নার্সদের-রোগীদের প্ৰতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করা হয়!
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার পক্ষ থেকে ১২ সকালে হাসপাতাল প্রশাসনিক ব্লক থেকে একটি রেলি বের হয়ে হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়।পরে কেক কাটার মধ্য দিয়ে এক নব সূচনার সৃস্টি হয়।নার্সিং মহা পরিচালক খুরশেদ আলম কেক কাটেন এবং নার্সিং কর্মকর্তারা উপস্থিত থেকে সেই প্রাণবন্ত উৎসবমুখর পরিস্থিতি পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূইয়া,কলেজ অধ্যক্ষ অধ্যাপক মঈনুল ইসলাম,অধ্যাপক শিশির চক্রবর্তী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনএ এর ওসমানী মেডিকেল শাখার সভাপতি শামিমা নাসরীন,সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল,সহ-সভাপতি খাদিজা বেগম,সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক,সাংগঠনিক সম্পাদক অরবিন্দু দাস,যুগ্ম সম্পাদক সুলেমান,সাহিত্য সম্পাদিকা সুরাইয়া পারভীন লিলি,রুবি সাহা প্রমুখ।