আব্দুল জাহির মিয়া চুনারিঘাট থেকে::২৯০কেজি ভারতীয় চা পাতা সহ একজনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।১৫ই মে ভোর সকালের চন্ডী -আমু বাগানের রাস্তার ১২ নম্বর গেটের সামনে থেকে টমটম দিয়ে ভারতীয় অভৈধ চা পাতা নিয়ে যাওয়ার সময় এসআই মুশফিক এএসআই বাতেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে শিপন রায় পিতা মিলন রায় গ্রাম চন্ডিছড়া বেলাবিল গ্রেফতার করে।
জব্দ করা চা পাতা সহ একজনকে আটক করে থানায় নিয়ে আসে পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।