সিলেটপোস্ট ডেস্ক::সিলেট নগরীর আম্বরখানার পয়েন্টভিউ মার্কেটের কাপড় ব্যবসায়ী ফয়জুর রহমান (২৪) মদিনা মার্কেট এলাকায় ট্রাকচাপায় নিহত হয়েছেন।
রোববার (১১ মে) রাত পৌনে ১১টার দিকে বাড়িতে আসার পথে মদিনা মার্কেটস্থ কালিবাড়ি রোডের আনসার ক্যাম্পের সামনে ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ফয়জুর রহমান সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সাদিপুর নিবাসী, কাজির বাজারের সাবেক ব্যবসায়ী মরহুম কুতুব উদ্দিনের পুত্র। টগবগে এ তরুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। ঘাতক ট্রাকসহ ভাঙচুর করেন বেশ কয়েকটি যানবাহন। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের জানান- ঘাতক ট্রাক এবং এর চালক ও হেলপারকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
তবে তাৎক্ষণিক চালক-হেলপারের নাম জানা যায়নি।