জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে মাদক জঙ্গিবাদ বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন বিরোধী আইন শৃঙ্খলা রক্ষার্থে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
পৌরসভার বিট পুলিশিং কর্মকর্তা এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, ব্যবসায়ী হাজী সাজিদুর রহমান, কাউন্সিলর শফিকুল ইসলাম, কামাল হোসেন, আলাল হোসেন, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, তাজিবুর রহমান প্রমুখ।