সিলেটপোস্ট ডেস্ক::সিলেটকে বন্যাদূর্গত এলাকা ঘোষনার দাবি জানিয়েছে জাগো সিলেট আন্দোলন। সোমবার (১৬ মে) সকাল ১১টায় মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষনার দাবি জানানো হয়।
জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফি উদ্দিন রুকন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হোসেন মিয়া, আলাই মিয়া, সম্রাজ মিয়া, কানু রঞ্জন নাথ, কামাল মিয়া, রাহিম মিয়া প্রমুখ।
সভায় বক্তারা উল্লেখ করেন, টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সিলেটের বিভিন্ন উপজেলা বন্যা কবলিত হয়ে পড়ায় সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। খাদ্যভাবে মানুষ সহ পশু-পাখিদের খাদ্য সংকট দেখা দিয়েছে। বক্তারা অনতিবিলম্বে বন্যাকবলিত সিলেট অঞ্চলকে বন্যাদূর্গত এলাকা ঘোষনা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রেরণের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি