বুলবুল আহমেদ, নবীগঞ্জ থেকে::এম এ গফুর চৌধুরী কল্যান ট্রাষ্টের উদ্দ্যোগে নবীগঞ্জের উদীয়মান তরুন ফুটবলার বুরহান আহমেদকে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ
অবদান রাখায় তাকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকাল ৬টার সময় নবীগঞ্জ উপজেলার কুর্শি সরকার বাড়িতে বুরহান আহমেদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল গফুর কল্যান ট্রাষ্টের কর্ণদার ও আমেরিকা প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন, মুরুব্বি পারুল মিয়া, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, বদরুল মিয়া প্রমুখ।