সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে বন্যায় দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
আজ ২২মে রবিবার বিকাল তিনটায় বন্যাকবলিত সিলেট নগরীর ঘাশিটুলা বড় মসজিদের পাশেই “মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির” উদ্যোগে বন্যার্তদের মাঝে শুকনো ও বিভিন্ন খাদ্যসামগ্রী ১০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ বিতরণী অনুষ্ঠানে সহ-সাধারন সম্পাদক মোঃ সুমন মিয়ার পরিচালনায় ও শেখ মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান শিকদার, মোঃ সুলতান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ মুনসুর আহমদ,মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার তাহেরা।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মোঃ শামিম মিয়া, সমাজ সেবক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাপ্পি চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ শাহরিয়ার চৌধুরী সাব্বির,সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোহনা আক্তার, সদস্য সাংবাদিক আব্দুল্লাহ আল হাসান, ছাদেকুর রহমান, নূরুদ্দীন রাসেল,ফয়জুল ইসলাম ফজলাই,জিয়াউর রহমান,সৈয়দ আল আমিন প্রমুখ।
এসময় মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির সভাপতি শেখ মোঃ লুৎফর রহমান বলেন, প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সিলেটসহ ১৩টি উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। এই ভারী বর্ষণে ঘরবাড়ি, ফসলের জমি, গবাদিপশুসহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকার মানুষ। বন্যায় পানিবন্দি এলাকাগুলোতে খাদ্য, চিকিৎসা এবং আশ্রয়ের সংকট দেখা দিয়েছে৷ বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হয়েছে।আমাদের সংগঠন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি সবসময় গরীব, অসহায় ও দারিদ্র মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়ে কাজ করে আসছে। সংগঠন এর কার্যক্রম আরও ব্যাপকভাবে কাজ করে যাবে যদি আপনাদের দোয়া ও ভালবাসা পায় ইনশাআল্লাহ।