সিলেটপোস্ট ডেস্ক::দারুণ খেললেন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। মাঠের লড়াইয়ে উজ্জ্বল থেকে দুজনেই ছড়ালেন ফুটবল জাদু। সুবাদে ওয়েম্বলির ফাইনালিসিমায় দুরন্ত আর্জেন্টিনা হারিয়েছে ইতালিকে।
ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে নতুন করে শুরু করা পুরনো এ প্রতিদ্বন্দ্বিতায় সেলেসাওরা জিতেছে ৩-০ গোলে।
মেসি নিজে গোল না করলেও সতীর্থদের দুটি গোলে সহায়তা করেছেন। লাউতারো মার্টিনেজের ওপেনিং গোলে অ্যাসিস্ট করেন এ ফুটবল জাদুকর। পরে মার্টিনেজের সহায়তায় গোল করেন ডি মারিয়া।
ইনজুরি টাইমে মেসির অ্যাসিস্টে জয়ের ব্যবধান ৩-০ তে নিয়ে যান বদলি হিসেবে মাঠে নামা পাওলো দিবালা।