বানারীপাড়া প্রতিনিধি::বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয়ে ভারতীয় বিজেপি সরকারের মুখপাত্র
নুপুর শর্মাসহ দুই নেতা কর্তৃক কটুক্তির প্রতিবাদে এবং দোষীদের ফাসিঁর দাবীতে বরিশালের বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০জুন শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় ধর্মপ্রান মুসলমানরা এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলে উপস্থিত ছিলেন গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার,ইদ্রিস মল্লিক, আঃ গাফ্ফর মিয়া, মোঃ শামসুল আলম, মোঃ লিমন, মোঃ ফয়সাল সহ বিভিন্ন মসজিদের মুসল্লিবৃন্দ। এসময় তারা ভারতীয় সকল প্রকার পন্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী নুপুর শর্মাসহ সকল অপরাধিকে দ্রুত গ্রেফতার করে ফাসিঁর দাবী জানান। অপরদিকে আগামী রবিবার ১২ জুন আসর নামাজ শেষে বানারীপাড়া বন্দর বাজারের ফেরীঘাট থেকে একটি প্রতিবাদী মিছিল বের করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।