হেলাল আহমদ, নিজস্ব প্রতিবেদক :স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করে অত্যাধুনিক সেবার মান নিয়ে শুক্রবার থেকে বালাগঞ্জ উপজেলায় পথচলা শুরু করলো দেশ মেডিকেয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
১০ জুন শুক্রবার সাড়ে বিকাল ৫টায় বালাগঞ্জ বাজারের ডাকবাংলো পয়েন্টে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি নেমফলক উন্মোচন, ফিতা ও কেক কেটে উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, সহ-সভাপতি মো. আমির আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন মাছুম, যুবলীগ নেতা দুলাল আহমদ, মুহিত মিয়া, আলাউদ্দিন আহমদ, লিয়াকত আলী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, রজত চন্দ্র দাস ভুলন, শাহাবুদ্দিন শাহীন, হুসাইন আহমদ, আ.হ ইমন শাহ্, আবুল কাশেম অফিক, রাজিব আহমদ রাজিন, জাগির হোসেন, সৌরভ আহমদ, জাহেদ আহমদ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পূজা পরিষদের সেক্রেটারি নয়ন তালুকদার, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক দোলন বৈদ্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, যুবলীগ নেতা শাহজাহান মিয়া, ইব্রাহিম আলী সুজন, আব্দুল হামিদ, ছাত্রলীগ নেতা একে টুটুল, কামরুল ইসলাম, রাশেদ আহমদ, শামীম আহমদ, সামছুল ইসলাম, জাহাদ আহমদ প্রমুখ।
এছাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান ম.আ মুহিত, ব্যবস্থাপনা পরিচালক আলী আমজদ ভূঁইয়া, পরিচালক আব্দুস সালাম, আব্দুল আলী, ডা. রাজীব দেবনাথ, পলাশ চক্রবর্ত্তী, নিশিত কুমার শীল, চিরঞ্জীব দাস প্রমুখ।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির সেবা সমূহের মধ্যে রয়েছে, বর্হিবিভাগে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান। ২৪ ঘণ্টা আল্ট্রাসনোগ্রাম সুবিধা। সম্পূর্ণ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ফিজিও থেরাপি সেন্টার, ফার্মেসী, ডাক্তার কনসালটেশন সেন্টার, ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টার।
এছাড়া বর্হিবিভাগ ও ডে কেয়ার সার্ভিস সমূহ হলো, ব্লাড ট্রান্সফিউশন, সকল প্রকার ডেসিং, নেবুলাইজেশন, ক্যাথেটারাইজেশন ইত্যাদি।