মোঃ শোয়েব আহমদ, জৈন্তাপুর::জৈন্তাপুর উপজেলা সদরে এই প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এক মাত্র প্রতিষ্ঠান, এমসিবি আইটি এন্ড একাডেমিক জোন’র যাত্রা শুরু হয়েছে। যার প্রতিষ্ঠান কোড: (৬১০৮২) ৬-১১-২০২২
শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সাত্তার টাওয়ার (৩য় তলা) জৈন্তাপুর সরকারি হাই স্কুল রোডস্থ অফিসে উদ্বোধন করা হয়, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। উত্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোঃ শামসুল কিবরিয়া, পরিচালক, মর্নিটন কলেজ অব বিজনেস, সিলেট। আবুল খায়েরের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেন আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক শাহনিমাত্রা ডিগ্রী কলেজ, জুড়ী, মৌলভীবাজার। মোঃ নূরুল ইসলাম, সভাপতি জৈন্তাপুর প্রেসক্লাব। এমসিবি আইটি এন্ড একাডেমি জোন’র আইটি প্রধান আরিফুল আহমেদ স্বাগত বক্তব্যে বলেন -আমাদের আইটি এন্ড ফ্রিল্যান্সিং কোর্স সমূহ:
Basic Computing & Internet
Computer Office Application & Freelancing
Graphic Design & Freelancing
Freelancing with WordPress
Digital Marketing
আমরা যে কারণে অনন্য…অত্যন্ত দক্ষ শিক্ষক দ্বারা কোর্স পরিচালনা প্রত্যেকটি ক্লাসের রেকর্ড ভিডিও দেয়া হয় প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য আলাদা আলাদা কম্পিউটার ব্যবস্থা, কোর্স অনুযায়ী লেকচার ও নোট প্রদান,সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা প্রজেক্ট ভিত্তিক ক্লাস চাকুরীজীবিদের জন্য সকাল ও সন্ধ্যাকালীন ক্লাসের ব্যবস্থা সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণ প্রদান ফ্রি Wi-Fi নিয়মিত অনলাইন সাপোর্ট।