মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর:জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের উপ নির্বাচনে শ্রী রাজু সিং বিজয়ী হয়েছেন। ১৫ জুন প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ০৫ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। দুটি সেন্টারে মোট ২০৭৯ ভোটার থাকলে একটি সেন্টার বন্যার জন্য ৯১৯ টা ভোটের মধ্যে মাত্র ১৬ টি ভোট কাষ্ট হয়। অপর সেন্টারে শতকারা ৭১.২১ ভোট কাষ্ট হয়। মূলত মোকামপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয় সেন্টারের প্রাপ্ত ভোট থেকেই ১ নং ওয়ার্ডের প্রতিনিধি নির্বাচিত হন। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন ০১ নং ওয়ার্ডের মেম্বার মারা যাওয়ার পর উপনির্বাচনের প্রয়োজন হয়, নির্বাচনে রাজু সিংএর বিজয়ে জনগনের রায়, আশা করি রাজু সিং অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। এ ব্যায়াপারে রাজু সিং বলেন আমি গত নির্বচানে অল্প ব্যাবধানে পরাজিত হই , সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে জনগন আমাকে আবার রায় দিয়েছেন, আমি এ রায়ের যথাযথ সম্মান রক্ষা করবো।