সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সিলেট মহানগর শাখার অন্তর্গত এয়ারপোর্ট থানার দ্বিবার্ষিক সম্মেলন ১৭ জুন শুক্রবার সকাল ১০টায় শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভ‚র আখড়া, চৌকিদেখীতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সম্মেলন উদ্বোধন করবেন সিলেট মহানগর পূজা উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে এয়ারপোর্ট থানা এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পূজা পরিষদ নেতৃবৃন্দ, সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ, সকল সার্বজনীন ও ব্যক্তিগত পূজা কমিটির নেতৃবৃন্দসহ সকল শুভানুধ্যায়ীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।