
বৃহস্পতিবার সন্ধা ৬ টায় জানাযায় শেষে তাকে আজবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় দোয়ারাবাজার থানা একদল চৌকশ পুলিশ সদস্যরা মুক্তিযোদ্ধার প্রতি সর্বশেষ সালাম (গার্ড অব অনার) দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র,এক কন্যা এবং আত্মীয়স্বজনকে রেখে গেছেন। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সহকারী ভূমি ফয়সাল আহমদ, দোয়ারাবাজার থানা সেকেন্ড অফিসার এস আই মিজানুর রহমান প্রমুখ।
পঠিত :
75