মোঃ শোয়ের আহমদ, জৈন্তাপুর::জৈন্তাপুরে ভায়াবহ বন্যায় মারাত্মক বিপর্যয়ের মুখে পরে উপজেলার ৬ টি ইউনিয়ন। অতিদ্রুত পানি উঠে পরে বসত বাড়িতে, পরিবারের সদস্য, গবাদিপশু নিয়ে বিপাকে পরেন পরিবার কর্তা। অবস্থা নিরুপায় দেখে যে যার মত ছুটে চলেন নিরাপদ আশ্রয়ে। ২৪ টি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত মানুষের প্রয়োজন পরে আহারের, যে যার মত সাহায্যে সহযোগিতা করে যাচ্ছেন, তারপরও কিছু লোক বাসা বাড়িতে আটকে পরেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি, সিলেট জেলা পুলিশের সুপার, ফরিদ উদ্দীন পিপিএম’র দিক নির্দেশনায় সদ্য পদোন্নতি প্রাপ্ত সিলেটের পুলিশ সুপার মাহফুজ আফজল’র উপস্থিতিতে বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতায় জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের বন্যা দূর্গত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জৈন্তাপুর মডেল থানার পরিচালনায় আজকের ত্রান কার্যক্রমে ১০০ টির বেশি পরিবারকে সহযোগিতা করা হয়। অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন ত্রান কার্যক্রম চলমান থাকবে, বন্যা কবলিত মানুষগুলো ভালো থাকুক।