মীর মোঃ শোয়েব আহমদ, জৈন্তাপুর::জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল নামক স্থান হতে জৈন্তাপুর বিওপির বিওপি কমান্ডারের নেতৃত্বে টহল দল ২০ জন স্থানীয় বন্যা কবলিত জনসাধারনকে নৌকার মাধ্যমে উদ্ধার করে বিড়াখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ন কেন্দ্রে নিরাপদে পৌছে দেন।
অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি এর নির্দেশনা মোতাবেক অদ্য ১৮ জুন ২০২২ তারিখ ০৯০০ ঘটিকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর জৈন্তাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান পরিচালিত হয়।
এছাড়াও অদ্য ১৮ জুন ২০২২ তারিখ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকার বন্যা কবলিত জনসাধারণের মাঝে জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, সোনারখেওর ডোনা, আটগ্রাম এবং লোভাছড়া বিওপির তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এছাড়াও অন্যান্য বিওপি কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত আছে।