সিলেটপোস্ট ডেস্ক:;সিলেটের বন্যা দূর্গত মানুষের কল্যাণে মানবিক সহায়তা নিয়ে এসেছে রোটারী পরিবার। রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ এর পক্ষে রোটারিস সাপোর্ট ফর ফ্লাড ভিকটিম অফ সিলেট প্রজেক্টের উদ্যোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ধারাবাহিক ভাবে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে গত-২০/০৬/২০২২ সোমবার গোয়াইনঘাট উপজেলার গহড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পরগনা বাজার মাদ্রাসা ও স্থানীয় দূর্গতদের মধ্যে এসব সেবাপ্রদান করা হয়। উভয় স্থানে সহ¯্রাধিক মানুষকে মানবিক সহায়তা প্রদান কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত সাবেক জেলা গভর্ণর ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পিডিজি ডঃ বেলাল উদ্দিন আহমদ। এ সমভ উপস্থিত ছিলেন রোটারীয়ান পিপি হানিফ মোহাম্মদ, রোটারীয়ান পিপি একেএম সামছুল হক দিপু, রোটারীয়ান পিপি ফয়সল করিম মুন্না, রোটারীয়ান পিপি বদরুল আলম চৌধুরী, রোটারীয়ান পিপি এম এ রহিম, রোটারীয়ান আহমেদ রশিদ চৌধুরী ও হাসান কবির চৌধুরী। সার্বিক সহযোগিতা করেন রোটারেক্টরগণ। প্রোগ্রাম বাস্তবায়নের সার্বিক সহযোগিতা করেন পরগনা বাজার মাদ্রাসার মোহতামিম, বাজার কমিটির সেক্রেটারী আতিকুর রহমান ও সমাজকর্মী আব্দুস সালাম প্রমুখ। প্রধান অতিথি বন্যা পরবর্তী সময়ে রোটারীর মাধ্যমে সেবামূল কর্মসূচি অব্যাহ রাখার আশাবাদ ব্যক্ত করেন।