
সিলেটস্হ দোয়ারাবাজার সমিতির সভাপতি ও দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী ও সেক্রেটারি এডভোকেট ছায়াদ আহমেদ এর যৌথ নির্দেশনায় ২২ জুন (সম্প্রতি) বাংলাবাজার ও দোহালিয়া ইউনিয়নে নিহতদের আর্থিক সহযোগিতা কার্যক্রম শুরু হয়। বাংলাবাজার ইউনিয়নে বজ্রপাতে নিহত দক্ষিণ কলোনি নিবাসী শুক্কুর আলী ওরফে আব্দুন নুর ও টিলা ধ্বসে নিহত পেকপাড়া নিবাসী মোছাঃ হনুফা বেগমের পরিবারের নিকট নগদ সহায়তা প্রদান করেন সমিতির সদস্যবৃন্দ।
এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারে আর্থিক সহযোগীতার পাশাপাশি উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ও দোহালিয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম কর্মসূচি পালন করে সংগঠনটি।
বাংলাবাজার ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরি কমিটির সদস্য ও বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির সদস্য মো.শফিকুল ইসলাম, ইন্জিনিয়ার জাফর আলী, মোঃ নুরুল হক, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ফারুক মিয়া,সাংবাদিক মোতালিব ভূঁইয়া, আবুবকর সিদ্দিক ও সমাজসেবী শাহীন আহমেদ প্রমুখ।
অন্যদিকে, উপজেলার দোহালিয়া ইউনিয়নের রামনগর গ্রামের মো. ইমাম উদ্দিন, ভবানীপুর গ্রামের আব্দুল হাসিম নৌকাডুবিতে ইন্তেকাল করেন। তাদের পরিবারে ও গতকাল নগদ অর্থ সহায়তা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম।
সমিতির বাস্তবায়িত কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সিলেটে বসবাসরত দোয়ারাবাজার সমিতি, দোয়ারাবাজার বাসীর সকল সুখ-দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে দুর্যোগকালীন নিহত মোট ১৪ টি পরিবারের পাশে সহায়তা প্রদানের প্রয়াস মাত্র। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ পরিবারের সকল সদস্যদের ধৈর্য্য ধারণের তৌফিক দিন। আমিন।
এসময় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশ বিদেশের বিত্তবানদের প্রতিও আহবান জানান সংগঠনের নেতৃবৃন্দ।