বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যারিষ্টার আবিদুল হক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৫, ২০২২ | ১২:২১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ আজ সোমবার বিকাল ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এল এল এম এসোসিয়েশনের অর্থায়নে ও ব্যারিষ্টার মো. আবিদুল হকের প্রচেষ্টায় বিশ্বম্ভপুর উপজেলা সুলেকাবাদ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বিশ্বম্ভপুর উপজেলার সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদসহ এলাকার স্থানীয় প্রতিনিধিগণ। ব্যারিষ্টার মো. আবিদুল হক বলেন, হাওরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের পাশে আছি, সব সময় থাকবো ইনশাআল্লাহ, ঘর বন্দী নারী পুরুষদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে, পাশা পাশি মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আমরা হাওর বাসী প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। ইনশাল্লাহু আমাদের সৃষ্টিকর্তা আমদের রক্ষা করবেন পরিশেষে তিনি চট্টগ্রাম এল এল এম বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
পঠিত :
26
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন