সিলেটপোস্ট ডেস্ক::পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের কর্মরত সকল মানবাধিকার কর্মীসহ দেশ ও প্রবাসী সকলকে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় সভাপতি জানান, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি কিন্তু বর্তমানে সিলেট বিভাগে লাগাতার দুইবার বন্যায় মানুষের মুখের আগের হাসি আর নেই। এর কারন মানুষ এই বন্যায় অনেক রকম ক্ষতিগ্রস্থ হয়েছে বলে আজ এই বেদনা নিয়েও এই ঈদ আনন্দে শামিল হবে।পবিত্র ঈদুল আযহা পালন করবে । তাই ঈদের আনন্দ আমেজ ভোগ করার পাশাপাশি আমাদের কিছু নৈতিক দায়িত্ব পালন করতে হবে। যারা আর্তিক দিকে সচ্ছল আছেন আপনারা আজ এই বিপদ মুখী মানুষের পাশে দাড়াতে হবে। তাদেরকেও উৎসাহ দিতে হবে এবং তাদেরকে যে যতটুকু পারি আর্থিক সহযোগিতা করতে হবে। তাহলে আমরা পারবো এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে।
শেখ মোঃ লুৎফুর রহমান আরও জানান, ঈদের আনন্দে সকল ভেদাভেদ ভূলে একে অন্যেকে ভালোবাসা ও পরিবার পরিজনসহ সকল মুসলিম ভাই-বোনের জন্য রইল শুভকামনা । সকলের সু-স্বাস্থ্য কামনা করে আবারও সবাই কে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক…