জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীন ৩০ পরিবারে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রামের ২৫ পরিবার এবং পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের ৫ উপকারভোগীদের নিকট জমির কাগজপত্রসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল, প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।
উল্লেখ্য, এর আগে এ উপজেলায় দুই ধাপে ১১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।