জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুই মাস ব্যাপি ভ্রাম্যমাণ কম্পিউটার বেসিক ও নেটওর্য়াকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
২০ জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রদীপ কুমার দেব এর পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না প্রশিক্ষক আলমগীর কবির, প্রশিক্ষণার্থী আলমগীর হোসেন প্রমুখ।