জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে পুকুরে ডুবে ২২ মাস বয়সী সিয়াম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সিয়াম ওই গ্রামের রুবেল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বসতবাড়ির পাশে খেলা করছিল শিশু ইমন। হঠাৎ করে পরিবারের সদস্যদের অগোচরে বসত বাড়ীর পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছত্তার বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।