সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সেনট্রাল ডেন্টাল কলেজের বিডিএসের ৭, ব্যাচের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের বিডিএস ৭ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের মধ্যে এ ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।
সভায় বিডিএস কোর্সের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের অভিষিক্ত করা হয়। সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ ফারিজা সাবরিনা ও প্রভাষক ডাঃ সামিরা শরাফি চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড-এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ মাহবুবুল হক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড-এর ফাইন্যান্স ডাইরেক্টর জহির বক্ত, উপ-ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসান কয়েস লোদী, আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড-এর পরিচালক জুবায়ের আহমেদ চৌধুরী, সৈয়দ এম,এ কাইয়ুম, আব্দুর রহিম, হাফিজুল ইসলাম চৌধুরী, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ ও আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড-এর পরিচালক প্রফেসর ডাঃ এম,এ গাফ্ফার, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ভাইস-প্রিন্সিপাল ডাঃ এম,এ রকিব প্রমুখ।
উল্লেখ্য,অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের সেক্রেটারী জনাব অঞ্জন কুমার দাশ। অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও এপ্রোন বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি।