জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম ১০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। বদরুল ইসলাম চতুর্থবারের মতো বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হন। কমিটির অন্যরা হলেন,শিক্ষক প্রতিনিধি বিজয় কৃষ্ণ দাস,রাসেল মিয়া,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ফিরোজা বেগম, অভিভাবক সদস্য এইচ এ অলিউর রহমান, রহমান,শাহিনুর রহমান, আব্দুল কালাম,দাতা সদস্য আলিউল আহমেদ। সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাদিকার)। এদিকে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।