ওসমানীনগর প্রতিনিধি::নবজাতকের মাতৃদুগ্ধ পানের উপকারিতা ও দুগ্ধদানকারী মায়ের সুস্বাস্থ্য ও পুষ্টির গুরুত্বের সচেতনতা বাড়ানোর প্রত্যয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২২ উপলক্ষে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ এর সূচনা কর্মসূচি।ইউরোপীয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন,ওয়াল্ড ফিস,আইডিই,হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি এর কারিগরী সহায়তায় বহুখাত ভিত্তিক সূচনা কর্মসূচির মাধ্যমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহকে ঘিরে ওসমানীনগর ও বালাগঞ্জে সভা র্যালী ও মায়েদের ওয়ান টু ওয়ান কাউসিলিং সেবার আয়োজন করা হয়েছে।“মাতৃ দুগ্ধ পান এগিয়ে নিতে, শিক্ষা ও সহযোগিতা হবে বাড়াতে” শ্লোগানের প্রতিপাদ্যে গত ১ আগষ্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত দুই উপজেলায় পৃথক পৃথক ভাবে অনুষ্টিত কার্যক্রমে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেপী দাশ,মেডিকেল অফিসার ডাঃ মামুন আহমদ,ডাঃ নাইমা তামান্না,ডা: শিপন হাসান,ডাঃ মাহদি সত্তার খান,মঙ্গলচন্ডি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান,সূচনা‘র উপজেলা সমন্বয়কারী মো: মিজানুল হকসহ অনেকে। সূচনা‘র নিউট্রিশন অফিসার ঝন্টু লাল পাল ও রুপসানা খাতুনের সার্বিক পরিচালনায় পৃথক পৃথক সভায় বক্তারা বলেন,শিশুর সুষ্ট শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই। মায়ের শাল দুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসেবে কাজ করে।শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর ঝুঁকি ও শারিরিক প্রতিবন্ধকতা কমাতে মাতৃদুগ্ধ পানের উপকারিতা সম্পর্কে সর্বস্থরের মানুষের মাঝে সচেতণতা সৃষ্টি সম্মেলিত প্রচেষ্টার আহব্বান জানান তারা।পৃথক পৃথক অনুষ্টানগুলোতে চিকিৎসক, পুষ্টিবিদ, মিডিয়া ব্যাক্তিত্বসহ সমাজ সচেতন ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।