বালাগঞ্জ প্রতিনিধি::বালাগঞ্জে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন বাংলাদেশী-ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, নেটিংহ্যামের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের তিনটি গ্রামের অর্ধশতাধিক পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়েছে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহআলম সজীবের সঞ্চালনায় প্রধান অতিতির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী।
এছাড়া বক্তব্য রাখেন বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আ.হ ইমন শাহ্, স্থানীয় ইউপি মেম্বার আসাদুর রহমান আসাদ, যুবলীগ নেতা পিন্টু দাস প্রমুখ