জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জে জগন্নাথপুরে পৃথক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত পলাতক ৮ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার আসামীদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মনর উল্লার ছেলে আব্দুস ছোবান (৪০), একই গ্রামের মৃত হান্দান মিয়ার ছেলে পাবেল মিয়া (২৬) ও তার ভাই সোয়েব মিয়া (২২), নোয়াপাড়া মৃত মনোয়ার মিয়ার ছেলে আব্দুস সোবহান (৩৫), কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল জলিল সজিব (২৩), পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের আলফু মিয়ার ছেলে ফয়ছল আহমদ (২০), ইসলামপুর গ্রামের রওশন উল্লার ছেলে জহুর আলী (৫০), পৌরসভার কেশবপুর গ্রামের শফিক মিয়া ছেলে শাহ আলম (১৮)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।