
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্দ্যোগে দোয়ারাবাজার থানার বন্যাকবলিত ব্যাক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে মানবিক সহায়তার আওতায় অসহায় ৪০টি পরিবারের মাঝে ঘর-বাড়ি মেরামতের জন্য জনপ্রতি ৮ হাজার টাকা করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা নগদ অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, দোয়ারাবাজার থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,এস আই শুপ্রাংশু দে দিলু,এস আই পান্না লাল দেবসহ থানার কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পঠিত :
86